এইমাত্র
  • ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলের হামলা
  • স্বামীসহ সাবেক হাইকমিশনার সাঈদা মুনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু
  • ‘এখনও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়’
  • ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
  • খামেনিকে হত্যার বিষয়ে কখনো আলাপই হয়নি: নেতানিয়াহু
  • শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭
  • কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
  • এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম
  • ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ২৮ লাখ টাকার টোল আদায়
  • আজ সোমবার, ২ আষাঢ়, ১৪৩২ | ১৬ জুন, ২০২৫
    দেশজুড়ে

    আখাউড়ায় বাদীর উপর হামলায় বিচারের দাবিতে গ্রামবাসির মানববন্ধন

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ মে ২০২৫, ০৯:৫৫ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ মে ২০২৫, ০৯:৫৫ পিএম

    আখাউড়ায় বাদীর উপর হামলায় বিচারের দাবিতে গ্রামবাসির মানববন্ধন

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৯ মে ২০২৫, ০৯:৫৫ পিএম

    ব্রাহ্মণবাড়িয়ার আদালতে জামিন না পেয়ে বাদীর হাত-পা ভেঙে দিলেন বিবাদী পক্ষের লোকজন। এ ঘটনায় দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আখাউড়ার গ্রামবাসি।

    শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়েনর দরুইন গ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের তোরণের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে গ্রামবাসির পক্ষ থেকে বক্তব্য রাখেন মতিউর রহমান, সজ্জল মিয়া, মতি মিয়া, সুলতানা ও মরিয়ম বেগম প্রমুখ।

    মানববন্ধনে দরুইন গ্রামের সজ্জল মিয়া বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই একই এলাকার বাসিন্দা হাণিফ মিয়া ও তার গোষ্টির লোকজনের সাথে আমাদের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত ৫ জানুয়ারি হাণিফ মিয়ার গোষ্টির লোকজন সংঘবদ্ধ হয়ে আমার ভাই সজীব মিয়াকে মারধর করে জখম করে।

    এ ঘটনায় আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়। মামলার আসামীরা দীর্ঘদিন পলাতক থাকার পর গত ৪ মে আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক জামিন বাতিল করে ১নং আসামী দুলাল মিয়াকে জেলহাজতে প্রেরণ করেন।

    জামিন বাতিল হওয়ায় বিবাদী পক্ষের কালু মিয়া, রনি মিয়া, হেলাল মিয়া, ইদ্রিস মিয়া,রেনু মিয়া তপন মিয়াসহ আরো কয়েকজন আমার ভাই সজীবকে খুন করার উদ্দেশ্যে তার উপর বর্বরোচিত হামলা করে। হামলায় আমার ভাইকে মারধর করে রক্তাত্ব জখমসহ হাত পা ভেঙে দেয়। এসময় তার সাথে থাকা সমস্ত টাকা পয়সাও তারা ছিনিয়ে নেয়। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি চাই

    এ ব্যাপারে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, বাদীর দেওয়া এজাহার নথিভূক্ত করা হয়েছে ও আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…