এইমাত্র
  • ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলের হামলা
  • স্বামীসহ সাবেক হাইকমিশনার সাঈদা মুনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু
  • ‘এখনও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়’
  • ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
  • খামেনিকে হত্যার বিষয়ে কখনো আলাপই হয়নি: নেতানিয়াহু
  • শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • ঈদযাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌ-পথে নিহত ৪২৭
  • কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
  • এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রে সক্রিয় থাকবে মেডিকেল টিম
  • ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ২৮ লাখ টাকার টোল আদায়
  • আজ সোমবার, ২ আষাঢ়, ১৪৩২ | ১৬ জুন, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ৯ মে ২০২৫, ১০:৪৩ পিএম
    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ৯ মে ২০২৫, ১০:৪৩ পিএম

    ২৭ বছর পর বাকসু নির্বাচ‌নের দা‌বি‌তে গণ‌ভোট শুরু

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ৯ মে ২০২৫, ১০:৪৩ পিএম

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন দাবির পক্ষে জনমত গড়ে তোলার জন্য গণভোট শুরু হ‌য়ে‌ছে। ১২ দিনব‌্যাপী এই গণ‌ভো‌ট সংগ্রহের কার্যক্রম আগামী ২০ মে শেষ হ‌বে। ২১ মে তার ফলাফল ঘোষণা করা হ‌বে। এর আয়োজন করেছে বাকৃবি শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

    শুক্রবার (৯ই মে) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এ গণভোট কর্মসূচির উদ্বোধন করেন বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় রায়।

    এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদসহ অন্যান্য নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

    এসময় বক্তারা বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে দাবি উত্তোলন ও অধিকার আদায়ের লক্ষে 'বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(বাকসু)' গঠন করা হয়েছিলো। কিন্তু ২৭ বছর যাবৎ তা বন্ধ। এই দীর্ঘ সময়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়েই শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থবিরোধী নীতি গ্রহণ করা হয়েছে।

    বাকসু নিয়মিত থাকলে নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকতো। প্রশাসন নিশ্চয়ই এমন অগণতান্ত্রিকভাবে এসব নীতি বাস্তবায়ন করতে পারতো না। বাকসু নির্বাচন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি দাওয়া ও সংকট নিরসনে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের পক্ষ হয়ে তাদের সংকট ও পরিকল্পনা উত্থাপন করতে পারবে।'

    প্রশাসনের কাছে দাবি জানিয়ে ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় রায় বলেন, 'বাকসু নির্বাচনের দাবি দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের মাঝে বিরাজমান। বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব ও কর্মপরিকল্পনা দরকার। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে কথা বলে বাকসুর গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংস্কার করে বাকসু নির্বাচনের আয়োজন করতে হবে।'

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…