এইমাত্র
  • ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
  • আইপিএলে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
  • ১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
  • প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ
  • এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা
  • ১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
  • গাজায় মানবিক সংকট চরমে, ঠান্ডায় মারা গেল নবজাতক
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    হিলি স্থলবন্দরে বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন

    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ০৬:৪৪ পিএম
    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ০৬:৪৪ পিএম

    হিলি স্থলবন্দরে বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন

    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ০৬:৪৪ পিএম

    দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানিতে বাধা দুরীকরণ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১২ মে) দুপুরে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন কর্তৃপক্ষ তাদের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

    সংগঠনটির সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ থেকে হিলি স্থলবন্দরের বেসরকারী ওয়্যারহাউজ লীজ নিয়ে 'পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড' তাদের কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু তারা লীজের শর্ত না মেনে পণ্য লোড-আনলোডের ক্ষেত্রে বৈষম্য তৈরী করছে। এর ফলে ব্যবসায়ীদের পণ্য লোড-আনলোডে অতিরিক্ত ব্যয় হচ্ছে। স্থলবন্দরের অভ্যান্তরের দুটি পণ্য মাপার স্কেল নষ্ট থাকার কারণে পণ্যের ওজন কমবেশি হচ্ছে এবং শ্রমিকদের ন্যায্যমূল্য দেয়া হচ্ছে না বলেও অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সন্মেলনে। এছাড়া পণ্যের এইচএস কোড নির্ধারণে কাস্টমসের দ্বৈতনীতির কারণে বন্দরে দিনদিন পণ্য আমদানি-রপ্তানির হার অনেক কমে গেছে।

    সংবাদ সম্মেলনে ফেরদৌস রহমান আরও বলেন, সরকারকে এসব বৈষম্য দুর করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরী ও অনিয়ম বন্ধে পদক্ষেপ নিতে হবে। না হলে ব্যবসায়ীরা আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে। সমস্যাগুলোর দ্রুত নিরসন করা না গেলে ব্যবসায়ীরা এক সময় হিলি বন্দর থেকে মুখ ফিরিয়ে নিবে। ফলে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং ব্যবসায়ীরা পথে বসবে বলেও মন্তব্য করেন তিনি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহীনুর ইসলাম মন্ডল, সহ-সভাপতি মশফিকুর রহমান, সিএম মানিক মিয়াসহ অনেকেসহ অনেকে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…