এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত কর্মচারী বদলি

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:৩৫ পিএম
    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:৩৫ পিএম

    ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত কর্মচারী বদলি

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:৩৫ পিএম

    বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও জারিকারক আব্দুর রহিমের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন নানা অজুহাতে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই আব্দুর রহিমের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ থাকলেও এবার ভিডিও প্রকাশের মাধ্যমে তা স্পষ্ট হলো। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর হাতে থাকা ভিডিওটি ১২ মে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রেকর্ড করা হয়।

    সেবাপ্রার্থীদের অভিযোগ, নামজারি, খতিয়ান যাচাই, বন্দোবস্তি, তদন্তসহ নানান নাগরিক সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়। সরকারি ফি যেখানে ৫০ টাকা, সেখানে দিতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ঘুষ।

    নিয়ম অনুযায়ী, নামজারির ফাইল উপজেলা সার্ভেয়ারের অনুমোদনের পর যায় আব্দুর রহিমের কাছে। তিনি নোটিশ জারি করেন। কিন্তু প্রতিটি নোটিশ জারির ক্ষেত্রে তিনি দাবি করেন ১,০০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত ঘুষ, যা ফি নির্ধারিত ৫০ টাকার অনেক গুণ।

    এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

    গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানান, “আমি বর্তমানে ছুটিতে রয়েছি। তবে আব্দুর রহিমকে মেহেন্দিগঞ্জে বদলি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছি।”

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…