এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে: এলডিপি মহাসচিব

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ মে ২০২৫, ১১:০১ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ মে ২০২৫, ১১:০১ পিএম

    দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে: এলডিপি মহাসচিব

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ মে ২০২৫, ১১:০১ পিএম

    লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বলেছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। সরকারের মদদেই আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর।

    সোমবার (১২ মে) বিকেলে কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির এক কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।

    রেদোয়ান আহমেদ বলেন, “কয়েকজন তরুণকে উসকানি দিয়ে একটি দলকে নিষিদ্ধ করতে মাঠে নামানো হয়েছে। এনসিপি নামে নতুন একটি দল গঠন করা হয়েছে। ওই দলের কয়েকজনকে ব্যবহার করে জামায়াত ইসলামী বা অন্য কোনো দলের আন্দোলনের সঙ্গে মেলিয়ে একটি দলকে নিষিদ্ধ করা হলে এর পরিণতি ভালো হবে না।”

    তিনি আরও বলেন, “১৯৪৯ সালে মাওলানা ভাসানীর হাত ধরে গঠিত এ দল বিভিন্ন সময়ে দেশের নেতৃত্ব দিয়েছে। এখন একজন ব্যক্তি স্বৈরশাসন কায়েম করে কীভাবে একটি দলকে নিষিদ্ধ করতে পারেন? রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষমতা কেবল জনগণের-আপনাদের নয়।”

    আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে তিনি বলেন, “যদি তাঁদের কেউ অন্যায় করে থাকে, তাহলে প্রথমে বিচার করুন। আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলে তাঁদের দলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আগে দোষী সাব্যস্ত, পরে নিষেধাজ্ঞা করা উচিত। তাছাড়া আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধ করে দিলে তারা গোপন সংগঠন হিসেবে আবির্ভূত হতে পারে। এতে দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি।”

    সমাবেশে মাধাইয়া ইউনিয়ন এলডিপির সিনিয়র সহসভাপতি শাহ্ আলম মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা এলডিপির সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ।

    এছাড়া স্থানীয় কয়েকজন ইউপি চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতারাও বক্তব্য দেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…