এইমাত্র
  • ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার
  • মধ্যরাতে ধানমন্ডি-৩২ নম্বরে আগুন-ভাঙচুর
  • শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের
  • শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে হাদির মরদেহ, শনিবার জানাজা
  • আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম
  • আগুন দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হাদির স্পিরিটের বিরোধী: নাহিদ
  • হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক
  • শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ ও আসিফ মাহমুদ
  • ‘হাদির বলিষ্ঠ কণ্ঠস্বর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে’
  • প্রথম আলো কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
  • আজ শুক্রবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৯ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ' ইউনিটের ফল প্রকাশ

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৫:১২ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৫:১২ পিএম

    গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ' ইউনিটের ফল প্রকাশ

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৫:১২ পিএম

    গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে প্রকাশিত হয়েছে। ফলাফল ওয়েবসাইট: gstadmisson.ac.bd এ পরীক্ষার্থী লগইন করে জানতে পারবে। এছাড়া ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্যান্য তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে।

    'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ, ৪২ হাজার ৭শ ১৪ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৫ হাজার ৫শ ৫৩ জন (শতকরা ৮৭.৯৮)। পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪ শত ২৫ জন (শতকরা ৪৫.৭৪) এবং অকৃতকার্য সংখ্যা ৬৮ হাজার ১ শ ২৮জন (শতকরা ৫৪.২৬) । অনুপস্থিতির সংখ্যা ১৭ হাজার ১শ ৬১জন (শতকরা ১২.০২)। ওএমআর বাতিলের সংখ্যা ৩৯ টি। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪.৭৫ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ১৫.৭৫।

    মঙ্গলবার (১৩ মে) দুপুর ৩ টায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফলাফল ঘোষণার পর কমিটির আহবায়ক সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

    উল্লেখ্য, গত ২৫ এপ্রিল 'সি', ২ মে, 'বি' এবং ৯ মে '২০২৫ তারিখে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলাফলও প্রকাশিত হয়েছে ।

    কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ, বিশাল পরিসরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে প্রথমে মহান সৃষ্টি কর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।

    ভর্তি পরীক্ষা কাজে যাঁরা রাতদিন অত্যন্ত পরিশ্রম করেছেন কমিটির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরবৃন্দ, সরকারি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কাজে দায়িত্ব পালনকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, বিশেষ করে মিডিয়া, মিডিয়া প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি যারা দায়িত্ব নিয়ে ভর্তি পরীক্ষার সংবাদ প্রচার করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…