এইমাত্র
  • ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
  • আইপিএলে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
  • ১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
  • প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ
  • এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা
  • ১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
  • গাজায় মানবিক সংকট চরমে, ঠান্ডায় মারা গেল নবজাতক
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৯:৫৩ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৯:৫৩ পিএম

    থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৯:৫৩ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

    মঙ্গলবার (১৩ মে) রাতে ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারের বাকাইল সড়কে নিজের টিন বিক্রির ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে (৪৮) আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এর কিছুক্ষণ পর বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে আওয়ামী লীগের ওই নেতা মুঠোফোনে কথা বলতে বলতে থানার পেছনের দরজা দিয়ে বের হয়ে পুলিশ মেসের প্রাচীর টপকিয়ে পালিয়ে যান। এ ঘটনায় থানা পুলিশ ব্যাপক চাপের মুখে পড়ে। পরবর্তীতে পুলিশ তড়িঘড়ি করে মো. নাসির উদ্দিনের বড় ভাই নবাব আলীকে (৫৫) থানায় নিয়ে আসে।

    এদিকে পালিয়ে যাওয়ার ১৮ ঘন্টা পর মঙ্গলবার (১৩ মে) সকাল ৮ টার দিকে একটি মাইক্রোবাসযোগে থানায় এসে আত্মসমর্পণ করেন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন। পরে দুই সহোদরকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আদালতে পাঠানো হয়।

    ইতোমধ্যে এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই তানিয়া আক্তার ও সেইসময়ে দায়িত্বরত সেন্ট্রির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে প্রতিবেদন পুলিশ সুপার (এসপি) বরাবর পাঠানো হয়েছে।

    এ বিষয়ে ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান বলেন, পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতের মধ্যেই আলফাডাঙ্গা থানা থেকে পুলিশ লাইনসে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…