এইমাত্র
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • ‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, যারা আছেন আলোচনায়
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কালুরঘাটে রেলসহ সড়ক সেতু নির্মাণের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৩:৪৭ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৩:৪৭ পিএম

    কালুরঘাটে রেলসহ সড়ক সেতু নির্মাণের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৩:৪৭ পিএম

    চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    বুধবার (১৪ মে) বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের মাধ্যমে এ নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

    উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, 'কালুরঘাট সেতুর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি ইতিহাস ও মানুষের আবেগের প্রতীক। আজ বোয়ালখালীর মানুষসহ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে।'

    তিনি আরও বলেন, 'নতুন সেতুটি চালু হলে দক্ষিণ চট্টগ্রামের যাতায়াত ও পণ্য পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে জনদুর্ভোগ যেমন কমবে, তেমনি বাণিজ্যিক সম্ভাবনাও বহুগুণে বাড়বে।'

    সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, 'বর্তমানে যেটি কালুরঘাট সেতু নামে ব্যবহৃত হচ্ছে, সেটি ১৯৩১ সালে নির্মিত। তার কার্যকারিতা অনেক আগেই শেষ হয়েছে। তাই জনগণের দীর্ঘদিনের দাবি ছিল একটি আধুনিক ও টেকসই সেতুর। ২০২৯ সালের মধ্যে নতুন সেতুর কাজ শেষ করে ২০৩০ সালে তা যানচলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে কাজ চলছে।'

    এদিকে, প্রধান উপদেষ্টা ইউনূসের ব্যস্ত দিনসূচিতে আরও দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দুপুরে তিনি অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে, যেখানে তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে। বিকেলে দীর্ঘ আট বছর পর তিনি যাবেন হাটহাজারীর বাথুয়ায় নিজের পৈতৃক বাড়িতে।

    প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নিজ জেলা চট্টগ্রামে এলেন ড. মুহাম্মদ ইউনূস।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…