সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) দুপুরে ব্রজমোহন কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত শাহাবাগে জাতীয় সংগীত গাইবার কালে বাধা প্রদান এবং অবমাননার প্রতিবাদে।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, জাতীয় সংগীত বা জাতীয় পতকা আমাদের দেশে নিষিদ্ধ নয়; তাহলে কেন জাতীয় সংগীত পরিবেশন করতে বাধা আসবে। এরা নিশ্চয়ই স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তির দোসর। কারণ মুক্তিযুদ্ধের পথ ধরেই চব্বিশের গণ অভ্যুত্থান। তাই দলমত নির্বিশেষে জাতীয় সংগীত জাতীয় পতাকা আমাদের সবার।তাই এর অবমানকারীদের কোন মতে ছাড় দেয়া চলবে না।
এসআর