গত কয়েক দিনের তীব্র তাপদাহে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জন জীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। নিম্ন আয়ের মানুষ, উপজেলায় ভ্যানচালক ও অটো শ্রমিকদের এখন যায় যায় অবস্থা। তারপরও জীবিকার তাগিদে ছুটে চলছেন তারা।
এমন সময়ে উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানে তৃষ্ণার্ত জনসাধারনের হিটস্ট্রোক থেকে বাঁচতে ও তীব্র গরমে সুরক্ষায় লিফলেট, পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া উপজেলার স্বেচ্ছাসেবীরা।
বৃহস্পতিবার (১৫ মে) উপজেলায় বসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া উপজেলার স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, কোটালীপাড়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা সজল বালা, উপ দলনেতা টুম্পা দাড়িয়া, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগীয় প্রধান শিব পোদ্দার, সদস্য ইমন মিয়া, সদস্য রনি শিকদার সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসআর