এইমাত্র
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৪:০৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৪:০৯ পিএম

    জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৪:০৯ পিএম

    জাতীয় সনদের মাধ্যমে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা চলছে। এজন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। ঐকমত্য সৃষ্টির দায়িত্ব কেবল কমিশনের নয়, কমিশন শুধু সহযোগীর ভূমিকা পালন করছে— এমন মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

    আজ বৃহস্পতিবার (১৫ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

    আলী রীয়াজ বলেন, সবার মধ্যে ঐকমত্য সৃষ্টি করা জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য। যাতে আগামী দিনগুলোতে বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে পথরেখা তৈরি সম্ভব হয়। এ সময় প্রাথমিক পর্যায়ের আলোচনার পরে ভিন্নমত থাকা বিষয়গুলো নিয়ে দ্রুত আলোচনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

    বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের বিষয়গুলো নিরসন করতে হবে। পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হবে এমন জাতীয় সনদ সবার প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি। দলগুলোকে এগিয়ে আসতে হবে। ঐকমত্য সৃষ্টির দায়িত্ব কেবল কমিশনের নয়, কমিশন শুধু সহযোগীর ভূমিকা পালন করছে— এমন মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

    বৃহস্পতিবার (১৫ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

    আলী রীয়াজ বলেন, সবার মধ্যে ঐকমত্য সৃষ্টি করা জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য। যাতে আগামী দিনগুলোতে বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে পথরেখা তৈরি সম্ভব হয়। এ সময় প্রাথমিক পর্যায়ের আলোচনার পরে ভিন্নমত থাকা বিষয়গুলো নিয়ে দ্রুত আলোচনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

    বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের বিষয়গুলো নিরসন করতে হবে। পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হবে এমন জাতীয় সনদ সবার প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…