কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় একটি সিমেন্ট ও মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার দিবাগত রাতে জালিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ড সোনাইছড়ি এলাকার প্রকাশ কালু সওদাগর মার্কেট আবদুল্লাহ স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক শিশু দোকানে মোমবাতি জ্বালাতে গিয়ে অসাবধানতাবশত আগুন ডিজেলের সংস্পর্শে এনে ফেলে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানের ভেতরের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আবদুল আলম প্রকাশ কালু সওদাগর সোনাছড়ি এলাকার রশিদ আহাম্মদের ছেলে।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন প্রধান জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। আমাদের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।
এসকে/আরআই