এইমাত্র
  • ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
  • ওসমান হাদি বলেছিলেন 'মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়'
  • শাহবাগ অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা
  • হাদির খুনিদের ফিরিয়ে না দেয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
  • কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ’বিপ্লবী ওসমান হাদিকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন’
  • হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক
  • ওসমান হাদির মরদেহ দেশে আনা হবে শুক্রবার
  • রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা বলল এনসিপি
  • ’আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি’
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট গ্রেপ্তার

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ মে ২০২৫, ১০:১০ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ মে ২০২৫, ১০:১০ পিএম

    আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট গ্রেপ্তার

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ মে ২০২৫, ১০:১০ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সম্রাট হিসেবে খ্যাত রবি ঘোষকে (৬৮) গ্রেপ্তার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।

    শনিবার (১৭ মে) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার রাত ১০ টার দিকে তার নিজ বাড়ি পৌর এলাকার নওয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    এ ঘটনায় রবি ঘোষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলফাডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী ক্যাম্পের সেনাসদস্য ও আলফাডাঙ্গা থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে রবি ঘোষকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে যৌথবাহিনীর সদস্যরা তার বাড়ি পৌঁছানোর আগেই বিপুল পরিমাণ মাদক কৌশলে অন্যত্র সরিয়ে ফেলেন। এজন্য তার নিকট থেকে দশ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    স্থানীয় লোকজন বলেন, রবি ঘোষ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার কারণে যুব সমাজ ধ্বংসের পথে। পুলিশ বারবার গ্রেপ্তার করলেও কারাগার থেকে ছাড়া পেয়ে আবারও তার অপকর্ম চালিয়ে যান।

    আলফাডাঙ্গা থানা উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, ইতিপূর্বে তার বিরুদ্ধে আলফাডাঙ্গাসহ বিভিন্নস্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা হয়েছে। মামলায় শনিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

    এদিকে রবি ঘোষের গ্রেপ্তারের খবরে এলাকার জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যৌথবাহিনীর চলমান এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…