এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    শেকৃবিতে ‘সাদা দল’ এর নতুন কমিটি ঘোষণা

    এস.এম. নাহীদ হুসাইন, শেকৃবি প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:৫৪ পিএম
    এস.এম. নাহীদ হুসাইন, শেকৃবি প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:৫৪ পিএম

    শেকৃবিতে ‘সাদা দল’ এর নতুন কমিটি ঘোষণা

    এস.এম. নাহীদ হুসাইন, শেকৃবি প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:৫৪ পিএম

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’-এর ২০২৪–২৫ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

    রবিবার (১৮ মে) আনুষ্ঠানিকভাবে ২১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়। কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মো. আবুল বাশার এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এবং কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছা: নুর মহল আক্তার বানু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    উল্লেখ্য, এর আগে গত ২৯ এপ্রিল সাদা দলের সদস্যদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়। ১৮ মে সাদা দলের সার্চ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

    সাদা দলের সার্চ কমিটির আহ্বায়ক ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এফ. এম. আমিনুজ্জামান এবং সার্চ কমিটির সদস্য-সচিব, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. জামিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কৃষি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান সরকার এবং এগ্রিকালচারাল বোটানী বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি পরিসংখান বিভাগের প্রফেসর মোঃ আব্দুল লতিফ এবং যুগ্ম কোষাধ্যক্ষ হয়েছেন কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী।

    এছাড়াও, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আশরাফী হোসেন এবং উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো: আব্দুলাহেল বাকী এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. খাদিজা আক্তার। প্রচার সম্পাদকের পদে এসেছেন উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির এবং যুগ্ম প্রচার সম্পাদক হয়েছেন কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এস. এম. মিজানুর রহমান।

    কমিটির সদস্যরা হলেন কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. রজব আলী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর মোঃ নুরউদ্দীন মিয়া, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এফ, এম. আমিনুজ্জামান, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. জামিলুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম, এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান এবং কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জামশেদ আলম।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…