বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে কোনও আপস নয় বরং তাদের কেউ পুনর্বাসন করতে চাইলে বাধা দেওয়া হবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের হাতে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। খুন-গুম কিছুই বাদ রাখেনি। সংস্কারে জন্য যতটুকু প্রয়োজন, অধ্যাদেশ জারি করে তা এখনই করে ফেলা যায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কোনও বাধা নেই।
তিনি আরও বলেন, সরকার ডিসেম্বরের পর নির্বাচন নিতে চাইলে তার সুনির্দিষ্ট ব্যাখা দিতে হবে। কোন দলকে শক্তিশালী বা জোট করার সুবিধা দিতে নির্বাচন পিছিয়ে দিতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলেও দাবি করেন নজরুল ইসলাম খান।
এমআর-২