হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্প এলাকাখ্যাত অলিপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে নানা অনিয়মের কারণে ৪টি মাংসের দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই পরিমাণ জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. শিপা আক্তার।
ইউএনও পল্লব হোম দাস বলেন- অনিয়ম ও ভেজাল প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। অপরাধীদেরকে ছাড় দেওয়া হবে না।
এনআই