এইমাত্র
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    উখিয়ার সীমান্তে ২ মাসে ৪৪৩১টি অভিযান, অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:৫৮ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:৫৮ এএম

    উখিয়ার সীমান্তে ২ মাসে ৪৪৩১টি অভিযান, অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:৫৮ এএম

    বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিওনের অধিনস্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ৪,৪৩১টি অভিযান পরিচালনা করে ০৩টি পিস্তল (ওয়ান শুটার গান), ৩৪টি এ্যামুনিশন, ২ লাখ ৯৫ হাজার ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সীমান্তে বিভিন্ন চোরাই মালামাল নিয়ে ১২ জন কারবারিদের আটক করতে সাক্ষম হয়েছে। নবসৃজিত উখিয়া (৬৪ বিজিবি)-ব্যাটালিয়নের টিম গত ২ মাসে তাদের এসব অন্যন্য সাফল্য।

    উখিয়ার সীমান্তে নিরাপত্তা ও মাদক চোরাচালানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী গত (১ মার্চ ২০২৫) তারিখে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)'র অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন।

    এই ৬৪-ব্যাটালিয়ন বিজিবির অধিনায়কের দায়িত্ব পান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। কর্ম এরিয়া হিসাবে মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তবর্তী উখিয়া কেন্দ্রীক তাদের তৎপরতা রয়েছে। এর মধ্যে বালুখালী বিওপি, পালংখালী বিওপি, হোয়াইক্যং বিওপি, উনচিপ্রাং বিওপি, জীম্বংখালী বিওপি, খারংখালী বিওপি ও হ্নীলা বিওপিসহ শীলখালী চেকপোস্ট ও ইমামের ডেইল চেকপোস্ট তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

    উদ্বোধনের ২ মাসেরও কম সময়ে এই ব্যাটালিয়ানের অভিযানে মাদক, অস্ত্র, সীমান্তের চোরাকারবারিদের প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে দেখা গেছে।

    লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ৬৪-বিজিবির দায়িত্ব পালনে সীমান্তের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও রোহিঙ্গা অনুপ্রবেশ, মানব পাচার ও অপহরণসহ অন্তঃসীমান্ত অপরাধ শূন্যের কোটায় নিয়ে আসতে প্রতিনিয়ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে উখিয়া ৬৪-বিজিবি'র সদস্যরা।

    তিনি আরও জানান, সীমান্ত পিলার বিআরএম-১১ হতে বিপি-৩০ পর্যন্ত মোট ৩১ কিলোমিটার এলাকার দায়িত্বরত রয়েছে যার সম্পুর্ণটাই মায়ানমারের সাথে। এই দায়িত্বপূর্ণ এলাকার জিরো লাইন পুরোটাই নাফ নদী বেষ্টিত এবং অনেকাংশেই ঘন জঙ্গল রয়েছে যেখানে প্রায়শই সন্ত্রাসী কর্মকাণ্ড লেগেই থাকে। তাই এই এলাকায় দায়িত্ব পালন করা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে এখন। তারপরও উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) গোয়েন্দা নজরদারী ও ডমিনেশন টহলের মাধ্যমে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আধিপত্য বিস্তারসহ এহেন আভিযানিক কার্যক্রম সার্বক্ষণিক চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…