চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বেলা পৌনে ১২টার দিকে লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইন বাস্তবায়ন পরিষদ লোহাগাড়া উপজেলার সভাপতি মাস্টার মো. ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজনীতিবিদ এম.ডি জুনাইদ, মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম জজ আদালতের এপিপি এডভোকেট রেজাউল করিম, রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইকবাল হোছাইন, মোহাম্মদ নুরুচ্ছফা চৌধুরী, এনসিপি লোহাগাড়া শাখার আহব্বায়ক জহির উদ্দিন, সামাজিক সংগঠন প্রজন্ম লোহাগাড়ার আহবায়ক সাহাব উদ্দিন, রাজনীতিবিদ আব্দুল মন্নান, ছাত্রনেতা আরিয়ান হাসান, ছাত্রনেতা মুহাম্মদ নজরুল ইসলামসহ লোহাগাড়ার সর্বস্থরের জনসাধারণ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা অনতিবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ৬ লাইনে উন্নীত করার দাবি জানান আর তা না হলে দক্ষিণ চট্টগ্রামসহ বৃহত্তর চট্টগ্রাম অচল করাসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
এআই