এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কালিয়াকৈরে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে লুটপাট

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৫, ০৩:২০ পিএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৫, ০৩:২০ পিএম

    কালিয়াকৈরে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে লুটপাট

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৫, ০৩:২০ পিএম

    গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় গতরাতে সংঘটিত হয়েছে ডাকাতির ঘটনা।

    সোমবার (১৯ মে) দিবাগত রাত ২টার মধ্যে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত নামাশুলাই এলাকার একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, একই বাড়িতে বসবাসকারী তিন ভাই বাবুল, ইব্রাহিম ও আলম এদের বাড়িতে একে একে হানা দেয় মুখোশধারী ডাকাতদল। প্রথমে তারা দ্বিতীয় তলায় অবস্থানরত এক ভাইয়ের দরজার লক ভেঙে ভেতরে ঢুকে তার হাত-পা বেঁধে ঘরের সবকিছু লুটে নেয়। এরপর তাকে দিয়ে নিচতলায় অবস্থানরত আরেক ভাইয়ের দরজায় ডাক দিয়ে দরজা খোলায়। সেখানেও একই কৌশলে হাত-পা বেঁধে লুটপাট চালানো হয়।

    সবশেষে আরেক ভাইয়ের রুমের দরজার লক ভেঙে তারা সবাইকে একইভাবে আটকে রেখে সম্পূর্ণ বাড়িতে তাণ্ডব চালায়। ডাকাতদের কারো মুখ দেখা যায়নি তারা মুখোশ দিয়ে নিজেদের মুখমণ্ডল ঢেকে রেখেছিল। তাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, তবে দেশীয় অস্ত্র দিয়ে তারা ভয়ভীতি দেখিয়ে ডাকাতি চালায়।

    ঘটনার সময় পরিবারটি চরম আতঙ্কে ছিল। প্রায় আধাঘণ্টার মতো তাণ্ডব চালানোর পর ডাকাতদল রাতের অন্ধকারে পালিয়ে যায়।

    পরিবার সূত্রে জানা যায়, প্রাথমিক হিসাবে লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ১৭ থেকে ২০ ভরি স্বর্ণালংকার ১,৫০,০০০ টাকার বেশি নগদ অর্থ এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…