এইমাত্র
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চাটমোহরে দুই কৃষকের বাড়ি থেকে ৮ গরু চুরি!

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৫, ০৩:৪৩ পিএম
    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৫, ০৩:৪৩ পিএম

    চাটমোহরে দুই কৃষকের বাড়ি থেকে ৮ গরু চুরি!

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৫, ০৩:৪৩ পিএম

    পাবনার চাটমোহরে এক দিনের ব্যবধানে দুই কৃষকের ৮টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। সোমবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার ডিবিগ্রামের তইজুদ্দিন প্রামানিকের ছেলে তোফাজ্জ্বল হোসেনের গোয়ালঘর থেকে ৫টি এবং রোববার দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে সোবাহান মোল্লার ছেলে আব্দুল আলীমের গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই দুৃই কৃষক।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্রতার কষাঘাত থেকে মুক্তি পেতে তোফাজ্জ্বল হোসেন নিজের জমানো এবং এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার করেছিলেন। স্বপ্ন ছিল গরু লালন পালন করে সংসারে স্বচ্ছলতা ফেরাবেন। কিন্তু সোমবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির সবাই যখন ঘুমাচ্ছিলেন তখন চোরের দল গোয়ালঘর থেকে একে একে ৩টি গাভি, একটি ষাড় ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। এতে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক তোফাজ্জ্বল।

    অন্যদিকে একই কায়দায় রোববার দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের আব্দুস আলীমের গোয়াল ঘর থেকে চুরি হয় ১টি ষাঁড় গরু, একটি গাভী ও একটি বাছুর। এতে তার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন আব্দুল আলীম। এক দিনের ব্যবধানে পর পর দুই কৃষকের বাড়ি থেকে গরু চুরির এমন ঘটনায় উপজেলার প্রতিটি খামার মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে।

    চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক এই ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, চুরির ব্যাপারে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন ওসি।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…