এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ মে ২০২৫, ০১:২১ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ মে ২০২৫, ০১:২১ এএম

    পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ মে ২০২৫, ০১:২১ এএম

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আসছে পরিবর্তন। বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন আগামী দু–এক দিনের মধ্যে ছুটিতে যাচ্ছেন। ছুটির পর তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেতে পারেন। আর নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।

    বুধবার (২১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তাঁদের ভাষ্য, সরকার ইতোমধ্যে আসাদ আলমকে পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং তাঁকে আগামী মাসের মাঝামাঝি ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।

    ওয়াশিংটন থেকে এ বিষয়ে গণমাধ্যমকে আসাদ আলম বলেন, ‘জুনের মাঝামাঝি ঢাকায় ফেরার প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে এখনো হাতে কোনো দাফতরিক আদেশ আসেনি।’

    আসাদ আলম সিয়াম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। বর্তমান দায়িত্বের আগে তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক জীবনে তিনি রাষ্ট্রাচারপ্রধান হিসেবে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেনের অধীনে পরিচালকের দায়িত্বেও ছিলেন।

    তবে জুনে ঢাকায় ফিরলেও তিনি সঙ্গে সঙ্গে পররাষ্ট্রসচিবের দায়িত্ব নিতে পারবেন না, কারণ তিনি এখনো অতিরিক্ত সচিব পদে রয়েছেন। সচিব পদে পদোন্নতির আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে অপেক্ষা করতে হবে।

    বর্তমান পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের দায়িত্ব ছাড়ার পর, নতুন পররাষ্ট্রসচিব দায়িত্ব নেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রুহুল আলম সিদ্দিকী। তিনি আগামী ২০ জুন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাবেন।

    এর আগে সচিব (পূর্ব) মো. নজরুল ইসলামের ভারপ্রাপ্ত সচিব হওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হলেও, তিনি বৃহস্পতিবার থেকে ছুটিতে যাচ্ছেন বলে জানা গেছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…