এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ট্রেনের সামনে জীবনের ঝুঁকি, চকরিয়ায় অবৈধভাবে রেললাইন পারাপার

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:০৮ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:০৮ পিএম

    ট্রেনের সামনে জীবনের ঝুঁকি, চকরিয়ায় অবৈধভাবে রেললাইন পারাপার

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:০৮ পিএম

    কক্সবাজারের চকরিয়া রেল স্টেশনের সামনে পথচারীরা অবৈধ ভাবে রেললাইন পারাপার করছে। ট্রেন আসছে দেখেও ঝুঁকি নিয়ে রাস্তার পারাপার করছে তারা।

    বৃহস্পতিবার (২২ মে) সকালে চকরিয়া রেলস্টেশনে সরজমিনে গিয়ে দেখা যায় চট্রগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেন চকরিয়া রেলস্টেশনের কাছাকাছি আসলে কয়েকজন পথচারী রাস্তা পারাপার করছে যা আমাদের চোখে ধরা পড়ে।

    পথচারীদের সাথে কথা হলে তারা বলেন, আমাদের জরুরি কাজ থাকাতে আমরা ট্রেনের রাস্তা দ্রুত পার হই। তবে আমাদের সচেতন হওয়া দরকার। এভাবে ট্রেনের রাস্তা পারাপার হলে ট্রেনের কাটা পড়ে পথচারীদের মৃত্যু হতে পারে। তারা আরো বলেন, আমরা আজ থেকে সচেতন হবো ট্রেন আসলে আমার আর রাস্তা পারাপার করব না। এছাড়া আমরা সকল নাগরিকদেরকে বলব আপনারা ট্রেনের রাস্তা পারাপারের সময় দেখেশুনে পার হবেন। ট্রেনের কাটা পড়ে মৃত্যু হওয়া মানে একটা পরিবারের সারাজীবনের কান্না।

    চকরিয়া রেলস্টেশন সুপারভাইজার শামসুল আল বলেন, আমরা রেললাইন পারাপার না করার জন্য জনগনকে সচেতন করে থাকি। অনেকে আবার ট্রেনের ছাদে উঠে শুয়ে থাকে ট্রেন চলাচলের সময় গাছের ঢালে ধাক্কা খেয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমরা সময় রেললাইন পারাপারের ক্ষেতে সচেতন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

    চকরিয়া রেলস্টেশন মাষ্টার সেলিম উদ্দিন বলেন, আমরা সব সময় সতর্ক রয়েছি রেললাইন পারাপারের পথচারীদের ব্যাপারে। আমরা তাদেরকে বুঝার জন্য অনেক সচেতনামূলক প্রচার প্রচারণা করে থাকি। কিন্তু অনেক পথচারী তা মানে না ফলে ট্রেনের কাটা পড়ে মৃত্যু হয়।

    মোহাম্মদ দেলোয়ার হোসেন নামে এক ট্রেনের যাত্রী বলেন, আমি সব সময় ট্রেনে করে যাতায়াত করে থাকি। যাত্রা পথে অগণিত পথচারী রেল লাইন পারাপার করে থাকে। এছাড়া অনেকে ট্রেন চলাচলের সময় পাথর বা কংকর নিক্ষেপ করে থাকে ফলে ট্রেনে জানালার কাঁচ ভেঙ্গে যাত্রীরা অনেক আঘাত প্রাপ্ত হয়। তাই আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার। রেললাইন পারাপারের সময় আমাদেরকে নিয়মাবলি মেনে চলা দরকার। ফলে আমরা অস্বাভাবিক মৃত্যু থেকে বাঁচতে পারবো।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…