এইমাত্র
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    `ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে'

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ১০:৪৭ এএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ১০:৪৭ এএম

    `ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে'

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ১০:৪৭ এএম

    ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু।

    বৃহস্পতিবার (২২ মে) বিকালে জেলার আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের পুরাতন সোনালি ব্যাংকের সামনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    মোজাম্মেল হোসেন খান মিঠু বলেন, ১৭ বছর ধরে যে লড়াই-সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি, তা এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটলেও দেশে এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। দেশ সংস্কারের নামে বর্তমান ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া দেশ সংস্কার করা সম্ভব না। এই সরকার জানে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। সেকারণেই তারা এখন বিএনপিকে সহ্য করতে পারছে না।

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. এম এ আজিজের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ্যাড. হেমায়েত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল।

    সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় অন্যদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী শেখ প্রমুখ।

    সভায় বক্তারা আগামী ২৮ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আয়োজিত সমাবেশ সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান। এসময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…