এইমাত্র
  • মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেফতার
  • এবার আ.লীগ-জাপাসহ ১৪ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ
  • জীবন-মরণের সন্ধিক্ষণে হাদি: চিকিৎসক
  • এবার মোটরসাইকেলের মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কবির
  • মাকে নিয়ে সু চির ছেলের মন্তব্যের পর যা জানালো জান্তা
  • বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর
  • বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা
  • যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর
  • ভোলায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০
  • ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ
  • আজ বুধবার, ২ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শীর্ষ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে গরু ব্যবসায়ীদের সাথে প্রতারণা, আটক ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:১২ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:১২ পিএম

    শীর্ষ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে গরু ব্যবসায়ীদের সাথে প্রতারণা, আটক ২

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:১২ পিএম

    সেনাবাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক ও রাজশাহী সেক্টর কমান্ডারের নাম ব্যবহার করে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী ব্যাটালিয়ন।

    বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টায় রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন-১ এর সিও লে. কর্ণেল হাসিবুল হক হাসিব এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

    আটককৃতরা হলেন, নেত্রকোনার আটপাড়া উপজেলার খাগড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. মেহেদী হাসান (৫৫), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত ওয়ালিউল্ল্যাহের ছেলে মো. নিজাম উদ্দিন (৭১)।

    জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টায় রাজশাহী শহরের বিন্দুর মোড় এলাকার গুলশান হোটেলে অবস্থান করছিলেন দুজন প্রতারক। তারা নিজেদের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা বা তাদের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম হোটেল ভাড়া ও অন্যান্য খরচ দাবি করেন। মো. নিজাম উদ্দিন দাবি করেন, তিনি নাকি "সেনাপ্রধান ম্যাডামের শিক্ষক"। অপরদিকে, মেহেদী হাসান নিজেকে এমইএস (মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস) এর ঠিকাদার পরিচয় দেন। তারা গরু ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে, ভারত থেকে সীমান্ত দিয়ে গরু আনতে কোন সমস্যাই হবে না কারণ বিষয়টি নাকি সেনাপ্রধান ও বিজিবি মহাপরিচালকের সঙ্গে সমন্বয় করে নেয়া হয়েছে।

    এছাড়া তারা বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডারের বরাত দিয়ে বলেন, “সেক্টর কমান্ডার নিজেই অনুমতি দিয়েছেন সীমান্ত খুলে দিয়ে গরু আনতে।” এমনকি মেহেদী হাসান বলেন, “আমি যাদের নির্বাচন করবো, শুধু তারাই ভারত থেকে গরু আনতে পারবে। সেক্টর কমান্ডার সন্ধ্যায় হোটেলে এসে অনুমতি দেবেন।” এই প্রতারণার মাধ্যমে তারা প্রতিজোড়া গরু পারাপারের জন্য ৩৫ হাজার টাকা করে এবং ১০ হাজার গরু পারাপারে ২০ লাখ টাকা অগ্রিম দাবি করেন।

    পরে গরু ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় বিজিবির টহলদল দুপুর ১টার দিকে অভিযানে গিয়ে তাদের আটক করে রাজশাহীর শালবাগানে বিজিবি ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়।

    বিজিবিসূত্র জানায়, এই দুই ব্যক্তি একটি চক্রের অংশ হিসেবে অভিনব কায়দায় সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার কৌশল প্রয়োগ করছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির পুরো কার্যক্রম উদঘাটনের চেষ্টা করছে বিজিবি।


    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…