এইমাত্র
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চাঁদপুরে ব্যবসায়ীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৯:৫০ এএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৯:৫০ এএম

    চাঁদপুরে ব্যবসায়ীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৯:৫০ এএম

    চাঁদপুরে ব্যবসায়ীদের সুরক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় শহরের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, চাঁদাবাজদের কোন ধর্ম নেই, কোন দল নেই। এই শহরে চাঁদাবাজরা থাকবে, না তারেক রহমানের আদর্শে বিশ্বাসী সৈনিকরা থাকবে।

    তিনি আরও বলেন, ব্যবসা এবং চাকরি—এই দুই পথেই আমাদের জীবিকা। কেউ যদি চাঁদা দাবি করে, তাহলে ভয় না পেয়ে সরাসরি থানায় অথবা আর্মি ক্যাম্পে অভিযোগ করুন। প্রয়োজনে আমাদেরও জানান।

    শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা যদি সত্যি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অভিযোগ দায়ের করবেন। কোন ভয় পাবেন না। আপনারা আপনাদের সংগঠন চেম্বার অব কমার্সের সদস্য হন। সেখানে নিজেদের সমস্যাগুলো জানান। তাহলে দেখবেন আপনাদের সমস্যাগুলো সহজে সমাধান হবে।

    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ।

    চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা ও ব্যবসায়ী ফয়সাল আহমেদ বাহারের যৌথ পরিচালনায় সভায় ব্যবসায়িদের মধ্যে বক্তব্য রাখেন হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রিপন আহমেদ,ব্যবসায়ী মোজাফফর ভূইয়া, ঔষুধ ব্যবসায়ী মনির হোসেন। এ সময় চাঁদপুর শহরের প্রায় আড়াই শ' জন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…