এইমাত্র
  • স্বাধীনতার ৫৪ বছরেও ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি পাননি ওয়াজ উদ্দিন তালুকদার
  • জবিতে সফলভাবে ই-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়
  • ইসলামী আন্দোলনে যোগ দিলেন বকশীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি
  • হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন মাসুদের ব্যাংক হিসাব জব্দ
  • হাদির ওপর হামলার প্রতিবাদে মোংলায় এনসিপির বিক্ষোভ
  • হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি
  • তারাগঞ্জে নির্বাচনী আচরণবিধি কার্যকরে অভিযান
  • হাদির ওপর হত্যাচেষ্টা দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ
  • হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৪:৪৪ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৪:৪৪ পিএম

    কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৪:৪৪ পিএম

    কিশোরগঞ্জ জেলা শহরের একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু ডিস এন্টিনার তার পুড়ে গেছে। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে পাশের কয়েকটি দোকান।

    শুক্রবার (২৩ মে) জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের রথখোলা নূর মসজিদ সংলগ্ন এশিয়া থাই অ্যালুমিনিয়াম দোকানের সামনে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। এসময় পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, জেলা শহরের রথখোলা নূর মসজিদ সংলগ্ন এশিয়া থাই অ্যালুমিনিয়াম দোকানের সামনে বিদ্যুতের খুঁটিতে হঠাৎ আগুন লেগে যায়। আগুন বাড়তে থাকলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ওই সড়কে যানবাহন ও পথচারী চলাচলও সাময়িক বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এতে বেশ কিছু ডিস এন্টিনার তার পুড়ে গেছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশের কয়েকটি দোকান। ওই খুঁটিতে ইন্টারনেট, ডিসলাইন ও বিদ্যুতের তারের সংযোগ রয়েছে। ইন্টারনেট বক্সে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

    আকরাম হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, রথখোলা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের ফুলকি রাস্তায় পড়ছে। আমি খুব কাছাকাছি ছিলাম, দৌড় দিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি।’

    কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ বিভাগকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বলা হয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইন্টারনেট বক্সে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…