এইমাত্র
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা স্কুল ছাত্রী

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ মে ২০২৫, ১১:১০ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ মে ২০২৫, ১১:১০ পিএম

    অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা স্কুল ছাত্রী

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ মে ২০২৫, ১১:১০ পিএম

    অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা নবম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রী (১৪)। ঘটনা তদন্তে শুক্রবার সন্ধ্যায় এএসপি (আমতলী-তালতলী) সার্কেল মোঃ তারিকুল ইসলাম মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    এ ঘটনায় অপহৃতার মা বাদী হয়ে গত রবিবার বরগুনা নারী শিশু আদালাতে অপহরণকারী সুকদেব হাওলাদারসহ পাঁচজনকে আসামী করে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘটনা ঘটেছে গত ১২ মে আমতলী উপজেলা পাতাকাটা গ্রামে বিদ্যালয়ে যাওয়ার পথে।

    জানাগেছে, উপজেলার পাতাকাটা গ্রামের নবম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রী গত ১২ মে বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে ঘটখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে পৌঁছামাত্রই ওত পেতে থাকা সুকদেব হাওলাদার (২৩) ও তার সহযোগী কার্তিক চন্দ্র হাওলাদার, রতন শিকারীসহ ৪-৫ জনে স্কুল ছাত্রীকে জোরপুর্বক মোটর সাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই স্কুল ছাত্রীর মা আমতলী থানা সাধারণ ডায়েরী করেন।

    কিন্তু স্কুল ছাত্রীকে উদ্ধারে পুলিশের তৎপরতা নেই এমন অভিযোগ ছাত্রীর মায়ের। পরে ওই ছাত্রী মা গত রবিবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে সুকদেবকে প্রধান আসামী করে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহন করে আইনী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

    কিন্তু গত ১১ দিন পেরিয়ে গেলেও পুলিশ অপহৃতাকে উদ্ধার করতে পারেনি। শুক্রবার সন্ধ্যায় এএসপি (আমতলী-তালতলী ) সার্কেল মোঃ তারিকুল ইসলাম মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    মামালার বাদী কান্নাজরিত কন্ঠে বলেন, আমার নাবালিকা কন্যাকে প্রতিবেশী রতনের সহযোগীতায় অপহরণকারী সুকদেব হাওলাদার ও তার সহযোগীরা জোরপুর্বক মোটর সাইকেলে তুলে অপহরণ করে নিয়ে গেছে।

    আমার মেয়ে বেঁছে আছে কিনা আমি জানিনা? আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। তিনি আরো বলেন, পুলিশ প্রশাসন দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানাই।

    আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, আদালতের নির্দেশ মতে মামলাটি এজাহার হিসেবে গ্রহন করা হয়েছে। অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

    এএসপি (আমতলী-তালতলী) সার্কেল মোঃ তারিকুল ইসলাম মাসুদ বলেন, ঘটনাস্থল পরির্দশন করেছি। তথ্য প্রযুক্তি সহায়তায় পলাতক আসামীদের গ্রেপ্তার চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…