এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জামাই বাড়িতে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখলেন বাবা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৩:০৭ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৩:০৭ পিএম

    জামাই বাড়িতে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখলেন বাবা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৩:০৭ পিএম

    ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে আবিদা সুলতানা (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (২৫ মে) রাতে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রাম থেকে পুলিশ সুলতানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠান।

    মৃত আবিদা সুলতানা ওই গ্রামের সৌদি প্রবাসী মো. শাহজাদা চৌধুরী সংগ্রামের স্ত্রী। তবে, মেয়েটির পরিবারের অভিযোগ আবিদা সুলতানাকে হত্যা করে শশুরবাড়ির লোকজন ফ্যানের সঙ্গে ঝুলে রেখেছে।

    আবিদা সুলতানার বাবা মো. রহমান মাঝি সময়ের কন্ঠস্বরকে জানান, এখন থেকে প্রায় ৩ বছর আগে সুলতানার সঙ্গে শাহজাদার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের শুরুতে তাদের সাংসারিক জীবন সুখের হলেও পরবর্তীতে মনোমালিন্য দেখা দেয়। রোববার রাতে সুলতানার শশুর বাবুল মেম্বার তাকে (মেয়ের বাবা রহমান মাঝি) ফোন করে জানায়, 'বিয়াই একটা দুঃসংবাদ আছে, আপনি একটু তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন'।

    পরবর্তীতে তিনি সুলতানার শশুর বাড়ি গিয়ে দেখেন তাঁর আদরের মেয়েটি শশুর বাড়িতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

    আর্তনাদ করে রহমান মাঝি আরো বলেন, 'আমার আদরের মেয়েটির জন্য একমাত্র তার শশুরবাড়ির লোকজন ই দায়ী। তারা আমার মেয়েটাকে তিলেতিলে কষ্ট আর অশান্তি দিয়ে মেরে ফেলেছে'। আমি এর বিচার চাই।

    এদিকে, ঘটনার পর আবিদা সুলতানার শশুরবাড়ির লোকজন গাঁ ঢাকা দিয়েছেন। মুঠোফোনে আবিদার শশুর সাংবাদিকদেরকে জানান, 'আবিদা সুলতানা কি কারনে এবং কেন আত্মহত্যা করেছে, সেটা তারা কেউই বলতে পারছেন না। তাদের দাবি এটি হত্যা নয়, এটি আত্মহত্যা'।

    বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, আবিদা সুলতানার সুরতহাল প্রতিবেদন অনুযায়ী আমরা কিছুই বলতে পারছি না। মেয়েটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…