এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    উখিয়ায় নারী পাচারকারীর ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে!

    এম ফেরদৌস, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৯:৫৩ পিএম
    এম ফেরদৌস, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৯:৫৩ পিএম

    উখিয়ায় নারী পাচারকারীর ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে!

    এম ফেরদৌস, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৯:৫৩ পিএম

    সীমান্তকেন্দ্রিক মাদক কারবার, পণ্য পাচারসহ নানা অপরাধে 'ক্রাইমজোন' হয়ে উঠা উখিয়ার পালংখালী ইউপির বালুখালী এলাকায় বছর তিনেক আগে কার্যক্রম শুরু করে উখিয়া থানার আওতাধীন বালুখালী পুলিশ ফাঁড়ি।

    অপরাধ দমনে প্রতিষ্ঠিত এই পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে উঠেছে ইয়াবা ছিনতাইয়ের গুরুতর অভিযোগ। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য দেখা গিয়েছে।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্র বলছে, শনিবার (২৩ মে) দুপুরে ফাঁড়ির প্রবেশমুখে টমটমসহ এক নারীকে নিয়ে আসে কিছু পুলিশ সদস্য। পরে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট তারা নিজেদের কাছে রেখে দিয়ে ঐ নারীকে ছেড়ে দেয়। সেখানে পুলিশের কনস্টেবল দিপু, দেলোয়ার ও মোনতাকিম নামে তিনজনকে চেনা গেলেও বাকিদের কাউকে চেনা যায়নি। তবে সবাই ফাঁড়ির পুলিশ, এটা সত্য।

    ঘটনাস্থল থেকে আইমন নামে এক যুবক বলেছেন, 'পুলিশ সদস্যরা যে ইয়াবা ছিনতাই করে নিজেরাই রেখে দেয়, এই প্রথম দেখলাম। সবাই বালুখালী ফাঁড়ির পুলিশ সিভিল ড্রেসে থাকায় নামগুলো বলতে পারছি না। তবে তাদের ফাঁড়িতেই দেখি আমরা। নতুন এসেছে বালুখালী ফাঁড়িতে।'

    অনুসন্ধান এবং সংরক্ষিত থাকা একটি ভিডিওর তথ্য বলছে, ২ হাজার পিছ ইয়াবা নিয়ে এক নারী পাচারকারী বালুখালী হতে টমটম করে উখিয়ার দিকে রওয়ানা দেন। তৎসময়ে বালুখালী ফাঁড়ির কিছু পুলিশ সদস্য তাদের থামিয়ে তল্লাশি করেন। তল্লাশী শেষে তাদের থেকে পাওয়া বস্তায় একটি কালো পলিথিন মোড়ানো প্যাকেটে ইয়াবার ব্যান্ডেল নিয়ে ঐ নারীকে ছেড়ে দেয়। পার্শ্ববর্তী লোকজন বলছে, ঐ নারীর থেকেও একটি টাকার ব্যান্ডেল নিয়েছেন ওই পুলিশ সদস্যরা।

    খোঁজ নিয়ে জানা গেছে, ঐ নারী হলো উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন ১নং ওয়ার্ডের বাসিন্দা প্রকাশ বান্টুর মেয়ে রেহানা আক্তার (৩২)।

    এসব ঘটনার পিছনের মূলহোতা হিসাবে নামে উঠে এসেছে বালুখালী ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক ও কনস্টেবল দেলোয়ারের। তারা দুইজনের যোগসাজশে এসব অপকর্ম ঘটিয়েছে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

    এ বিষয়ে অভিযুক্ত বালুখালী ফাঁড়ির এএসআই মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এরকম ঘটনা ঘটেছে তবে ঐ সময় আমি ছিলাম না। কে বা কারা ঘটালো, এখন পর্যন্ত অজানা। ফাঁড়ির প্রত্যেক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।'

    কনস্টেবল দেলোয়ারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি ঘুমে ছিলাম, কিছু জানি না।' কিন্তু আপনাকে ঘটনাস্থলে দেখেছে স্থানীয়রা—এমন প্রশ্নে তিনি বলেন, 'ভাই এসব না বলে ফাঁড়িতে আসেন, কথা হবে।'

    ফাঁড়িতে যাওয়ার দরকার কী, মুঠোফোনে জানালেই তো হয়—এমন কথার উত্তরে তিনি বলেন, 'এসব ওসি মহোদয়কে বলেন ভাই, আমরা জানি না।'

    এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন বলেন, 'আমি এখনো এ ধরনের কোনো অভিযোগ শুনিনি। আপনি অবগত করেছেন, তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা প্রমাণ হয়, তার চাকরিও যেতে পারে।'

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…