এইমাত্র
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • ‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, যারা আছেন আলোচনায়
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    হিলিতে উন্নয়ন নয়, কোটি টাকার লুটপাটে ব্যস্ত সিন্ডিকেট: সারজিস আলম

    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৫:২৭ পিএম
    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৫:২৭ পিএম

    হিলিতে উন্নয়ন নয়, কোটি টাকার লুটপাটে ব্যস্ত সিন্ডিকেট: সারজিস আলম

    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৫:২৭ পিএম

    জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকার হিলি স্থলবন্দর থেকে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু এখানে এসে আমি নিরাশ হয়েছি। এখানকার মানুষ বছরের পর বছর ধরে উন্নয়নবঞ্চিত একটি জনপদে বসবাস করছেন। বন্দরের রাস্তা ভালো নয়, রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামে না, হাসপাতালে কাঙ্খিত চিকিৎসকও নেই।

    বন্দরের রাস্তা দিয়ে চলতে গেলে মানুষের পেটের পাকস্থলীও নড়ে ওঠে। ঝুঁকিপূর্ণভাবে যানবাহন হেলে-দুলে চলে। বিগত দিনে রাজনৈতিক নেতা ও একটি সিন্ডিকেট লুটেপুটে খেয়েছে। তারা বন্দর এলাকায় কোনো উন্নয়ন করেনি। মানুষকে তারা ধোকা ও প্রতারণা করে কোটি কোটি লুটপাট করেছে। নেতা হওয়ার জন্য বড় বড় সার্টিফিকেট লাগে না। নেতা হতে হলে জনগণের ভাষা বুঝতে হয়, শ্রমিকের ভাষা বুঝতে হয়।

    মঙ্গলবার (২৭ মে) বেলা ৩টায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের চারমাথায় উপজেলা শাখা নাগরিক পার্টি এক পথসভা আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

    তিনি আরও বলেন, 'আপনারা ভালো মানুষকে নির্বাচিত করবেন। তারা যে দলেরই লোক হোক না কেন। খারাপ মানুষদের ভোট দেবেন না। তাদের বয়কট করবেন। কারণ তারা টাকা দিয়ে ভোট কিনে আপনাদের সঙ্গে প্রতারণা করবে। আওয়ামী লীগ কখনোই ফিরবে না। তারা কোটি কোটি টাকা মনোনয়ন বানিজ্য করে প্রশাসনের মাধ্যমে তাদের লোককে জিতিয়ে দিয়েছে।'

    আগে গণহত্যার বিচার করতে হবে জানিয়ে তিনি বলেন, 'জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। আপনারা হিলি স্থলবন্দরসহ এলাকার সমস্যাগুলি নিয়ে ঢাকায় আসবেন, আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করবো।' পরে তিনি বেলা সাড়ে ৩টায় বিরামপুরের উদ্দেশ্যে রওনা দেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…