ইসলামের জন্মভূমি সৌদি আরবে চলছে ১৪৪৬ হিজরি সনের শেষ মাস জিলহজের চাঁদের অনুসন্ধান।
আজ মঙ্গলবার (২৭ মে) যদি দেশটিতে চাঁদ দেখা যায় তাহলে আগামী ৫ জুন হবে আরাফাতের দিন। আর ৬ জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা।
জিলহজের নবম দিনে হাজিরা আরাফাতের ময়দানে জড়ো হন। যা আরাফাতের দিন হিসেবে পরিচিত। হাজীদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এদিন মুখরিত হয় এই আরাফাতের ময়দান।
তবে, আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির জ্যোতির্বিদ্যাগত গণনা অনুযায়ী, ঈদুল আজহা ৬ জুন (শুক্রবার) হওয়ার কথা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সরকারি ছুটি ৫ জুন (বৃহস্পতিবার) আরাফা দিবসের মাধ্যমে শুরু হবে বলে আশা করা হচ্ছে, এরপর শুক্রবার থেকে রোববার (৬ থেকে ৮ জুন) পর্যন্ত ঈদ উল আজহা উদযাপিত হবে।
এর আগে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার চাঁদ অনুসন্ধানের আহ্বান জানায়। সুপ্রিম কোর্ট থেকে ২৭ মে সন্ধ্যায় (জিলক্বদ মাসের ২৯ তারিখ) খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখার জন্য নাগরিকদের বিশেষ অনুরোধ জানানো হয়। আরও বলা হয়, যারা চাঁদ দেখতে পাবেন, তাদের অবিলম্বে নিকটতম আদালতে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়।
এবি