এইমাত্র
  • নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
  • মেসিকে ‘অতিবিরল’ এক ঘড়ি উপহার দিলেন আম্বানি
  • বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়
  • পুলিশের বাধার মুখে ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
  • বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
  • নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল
  • নির্বাচন ইস্যুতে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির
  • ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা
  • ব্রেন সক্রিয় করতে হাদির অপারেশন প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
  • পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কষ্টিপাথরের তিনটি মূর্তি ও বিদেশি মদসহ গ্রেফতার ৪

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ মে ২০২৫, ১০:৩০ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ মে ২০২৫, ১০:৩০ এএম

    কষ্টিপাথরের তিনটি মূর্তি ও বিদেশি মদসহ গ্রেফতার ৪

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ মে ২০২৫, ১০:৩০ এএম

    রাজধানীর বেইলি রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রাচীন কষ্টিপাথরের তিনটি মূর্তি ও বিপুল পরিমাণ বিদেশি মদসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

    গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ জাকির হোসেন (৬৫), আহমদ মোস্তফা (৪৪), মো. আনারুল হক (৪৮) ও মো. হাবিবুর রহমান (৪২)।

    মঙ্গলবার (২৭ মে) রাত ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাব-১০ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

    তিনি বলেন, 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি চোরাচালান চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে কষ্টিপাথরের মূর্তি ও বিদেশি মদ সংগ্রহ করে রাজধানীতে মজুত করেছে।' এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বেইলি রোডের বেইলি হাইটস ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়।

    অভিযানে প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি ও প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ১১০ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিগুলোর মধ্যে দুটি বিষ্ণু দেবের এবং একটি গরুর বলে ধারণা করা হচ্ছে।

    একটি মূর্তির ওজন ৮৮.৯৫০ কেজি, উচ্চতা ৪২.৫ ইঞ্চি; দ্বিতীয়টির ওজন ১৯.৬৫০ কেজি ও উচ্চতা ২৬.৫ ইঞ্চি; তৃতীয়টির ওজন ৯২.৬৯০ কেজি ও উচ্চতা ২২.৫ ইঞ্চি। স্থানীয় স্বর্ণকারদের মাধ্যমে এগুলো কষ্টিপাথরের তৈরি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।

    তিনি আরও জানান, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং দ্রুত অর্থ উপার্জনের আশায় এই অবৈধ কর্মকাণ্ডে যুক্ত হয়েছে।'

    উদ্ধারকৃত মূর্তিগুলো যথাযথ প্রক্রিয়ায় জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র‍্যাব কর্মকর্তারা। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…