এইমাত্র
  • ওসমান হাদির শারীরিক অবস্থার আপডেট জানালো ইনকিলাব মঞ্চ
  • জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি
  • দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
  • যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!
  • ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ
  • ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব
  • ভিক্ষাবৃত্তির দায়ে দেশে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে
  • পে-স্কেল নিয়ে অবশেষে যেসব সিদ্ধান্ত হলো
  • মেক্সিকোর সংসদে নজিরবিহীন হট্টগোল, চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা
  • কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন
  • আজ বৃহস্পতিবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    আইন-আদালত

    জাপানি দুই শিশু নিয়ে আপিল শুনানি ২২ জুলাই

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ মে ২০২৫, ১১:০০ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ মে ২০২৫, ১১:০০ এএম

    জাপানি দুই শিশু নিয়ে আপিল শুনানি ২২ জুলাই

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ মে ২০২৫, ১১:০০ এএম
    ছবি: সংগৃহীত

    জাপানি নাগরিক এরিকো নাকানো এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ দম্পতির সন্তান জেসমিন মালিকা ও লাইলা লিনার বিষয়ে করা আপিল শুনানির জন্য আগামী ২২ জুলাই ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

    বুধবার (২৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে নাকানো এরিকোর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর ইমরান শরীফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম।

    এর আগে জাপানি দুই শিশুর মধ্যে বড় মেয়ে জেসমিন মালিকা মায়ের কাছে থাকবে বলে গত বছরের ১৩ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। আর মেজ মেয়ে লাইলা লিনা বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায়ে বলা হয়। তবে বাবা-মা দুজনই সন্তানদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।

    এদিকে দুই মেয়েকেই নিজের কাছে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক আপিল করেন নাকানো এরিকো এবং ইমরান শরীফ। তবে আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকাবস্থায় বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ছাড়েন জাপানি মা নাকানো এরিকো। এতে আদালত অবমাননার মামলা করেন বাবা ইমরান শরীফ। পরে অবশ্য মামলা লড়তে বাংলাদেশে আসেন নাকানো এরিকো।

    এখন তাদের বড় মেয়ে জাপানে ও মেজ মেয়ে বাংলাদেশে রয়েছে।

    এর আগে, গত বছরের জুলাই জাপানে মায়ের কাছে থাকা বড় মেয়ে এবং বাংলাদেশ বাবার কাছে থাকা মেজ মেয়ের সঙ্গে তাদের বাবা ও মায়ের দেখা-সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুই শিশুর মা জাপানি নাগরিক এরিকো নাকানো আর বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ।

    ইমরান ও এরিকোর দুই শিশুর হেফাজত নিয়ে বিচারিক আদালতের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে শিশুদের বাবার করা এক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। রায়ে বলা হয়, ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মেজ মেয়ে তার বাবা ইমরানের হেফাজতে থাকবে। আর বড় মেয়ে তার মা এরিকোর হেফাজতে থাকবে।

    হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এরিকো নাকানো ও ইমরান শরীফ পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। বড় মেয়েকে নিয়ে মা এরিকোর বাংলাদেশ ছেড়ে জাপানে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে বাবা ইমরান একটি আবেদন করেন।

    আইনজীবীর তথ্যমতে, ২০২৩ সালের ৯ এপ্রিল বড় মেয়েকে নিয়ে জাপানের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন এরিকো। তিনি ১০ জুলাই বাংলাদেশে আসেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…