এইমাত্র
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    শিক্ষার্থীকে মারধরের ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২৯ মে ২০২৫, ১১:৩৩ এএম
    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২৯ মে ২০২৫, ১১:৩৩ এএম

    শিক্ষার্থীকে মারধরের ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন

    মো. সাইফুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২৯ মে ২০২৫, ১১:৩৩ এএম

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে ঢুকে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম শিশিরকে মারধরের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

    বুধবার (২৮ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

    কমিটিতে আহ্বায়কের দায়িত্বে আছেন বিদ্রোহী হলের হাউজ টিউটর ড. মো. আব্দুল মোমেন। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিলন। কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, হাউজ টিউটর মো. রাশেদুর রহমান, মো. খাইরুল ইসলাম এবং মো. মামুনুর রশিদ।

    কমিটিকে দ্রুত তদন্ত কার্যক্রম শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    এর আগে গত ১৭ মে রাতে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ৫১৪ নম্বর কক্ষে হামলার শিকার হন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম শিশির। অভিযোগ অনুযায়ী, চারুকলা বিভাগের শিক্ষার্থী কাজী নাসিফ হায়দার আকুল, সাজ্জাদ হোসেন রাব্বী, পপুলেশন সায়েন্স বিভাগের সাদেকুর রহমান এবং অর্থনীতি বিভাগের তোফায়েল পুনম তার ওপর হামলা চালান।

    হামলার সময় শিশিরকে এলোপাতাড়ি চড় মারার পাশাপাশি কাঠের টুকরো দিয়ে সজোরে আঘাত করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, আঘাতে তার কানের পর্দা ফেটে গেছে।

    ঘটনার পরদিন ১৮ মে শিশির বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করেন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…