এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    'উখিয়া সরকারি মহিলা কলেজ' নামকরণে গেজেট পাস

    এম ফেরদৌস, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৯ মে ২০২৫, ০২:২১ পিএম
    এম ফেরদৌস, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৯ মে ২০২৫, ০২:২১ পিএম

    'উখিয়া সরকারি মহিলা কলেজ' নামকরণে গেজেট পাস

    এম ফেরদৌস, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৯ মে ২০২৫, ০২:২১ পিএম

    কক্সবাজারের উখিয়ায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের নাম পরিবর্তন করে ‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ নামকরণ প্রস্তাব পাস হয়েছে।

    জানা গেছে, উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার জাহান চৌধুরীর ছেলে ব্যারিস্টার সাফফাত ফারদিন রামিম চৌধুরীর নেতৃত্বে ৫ই আগস্টের পর জুলাই আন্দোলনকারীরা এ প্রস্তাব দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

    এ প্রজ্ঞাপনে বলা হয়, কলেজগুলোর নাম সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে, যাতে করে প্রশাসনিক কার্যক্রম সহজ হয় এবং স্থানীয় জনগণের মধ্যে পরিচিতি বাড়ে।

    নাম পরিবর্তনের এই সিদ্ধান্তের ফলে স্থানীয়ভাবে কলেজটি এখন ‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ নামে পরিচিত হবে এবং ভবিষ্যতে সকল প্রকার সরকারি কাগজপত্র ও নথিপত্রে এই নাম ব্যবহৃত হবে।

    কলেজ শিক্ষার্থী ফরিদা আকতার জানান, নতুন নামটা খুব সুন্দর হয়েছে। ‘উখিয়া সরকারি মহিলা কলেজ’ শুনলেই বোঝা যায় এটি আমাদের এলাকার কলেজ। এতে এলাকার গর্ব বাড়বে।

    এক শিক্ষার্থীর অভিভাবক মাস্টার কাদির হোসেন জানান, নাম পরিবর্তনের ফলে প্রশাসনিক কাজ সহজ হবে। আগে অনেকেই ঠিকমতো কলেজের অবস্থান বুঝত না। এখন নাম শুনেই বোঝা যাবে, এটা উখিয়ার, এতে আমরা আনন্দিত।

    এ বিষয়েও ব্যারিস্টার সাফফাত ফারদিন রামিম চৌধুরী বলেন, উখিয়ার জুলাই যোদ্ধা এবং জনগণের দাবিতে এই প্রস্তাব দিয়েছিলাম। শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তির নাম সেটি জনগণ পছন্দ করে না। দেশে সর্বত্র আওয়ামী লীগের গন্ধ রেখে গেছে পতিত স্বৈরাচার সরকার। ধীরে ধীরে এসব থেকে নিস্তার পাবে সাধারণ মানুষ। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে জনগণের চাহিদাকে প্রধান্য দিচ্ছি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…