টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় কুমুদিনী হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক দানবীর রণদা প্রসাদ সাহার পুত্রবধু শ্রীমতি সাহা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টার একান্ত সচিব মো. আবু ওয়াদুদ, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় প্রমুখ।
পরে তিনি কুমুদিনী লাইব্রেরি, মিউজিয়াম, হাসপাতাল, ভারতেশ্বরী হোমস ও নাসিং স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন। কুমুদিনী লাইব্রেরির সামনে স্থানীয় সাংবাদিকেরা আগামী নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।
এসআর