এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যায় ৩৬ জনের প্রাণহানি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৫:৪৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৫:৪৬ পিএম

    নাইজেরিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যায় ৩৬ জনের প্রাণহানি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৫:৪৬ পিএম
    সংগৃহীত ছবি

    নাইজেরিয়ার মোকওয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও অনেকে নিখোঁজ রয়েছেন।

    শুক্রবার (৩০ মে) দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

    বুধবার গভীর রাতে নাইজার রাজ্যের মোকওয়া শহরে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ৫০টিরও বেশি ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়। এতে অনেক বাসিন্দা ডুবে মারা যান। এছাড়া এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এসইএমএ)।

    সংস্থাটির মুখপাত্র ইব্রাহিম আওদু হুসেইনি জানান, শুক্রবার সকালে আরও ১১টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা ৩৬ জনে দাঁড়িয়েছে।

    উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন বলেও জানান হুসেইনি। তিনি বলেন, আমরা ধারণা করছি নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ বিভিন্ন স্থানে পৃথক উদ্ধারকারী দল কাজ করছে।

    নাইজেরিয়ায় মূলত মে থেকে নভেম্বর পর্যন্ত বর্ষাকাল। এ সময়টাতে প্রায় প্রতি বছরই দেশটিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা, জলাধার ও খাল-নালায় আবর্জনা ফেলা এবং জলাধার বা নালা দখল করে গৃহ নির্মাণের কারণে বন্যা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।

    এর আগে, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশের ৩৬টি রাজ্যের মধ্যে ১৫টিতে ‘আকস্মিক’ বন্যার পূর্বাভাস দিয়ে সতর্ক করে আবহাওয়া সংস্থা। যার মধ্যে নাইজারও ছিল।

    নাইজেরিয়ায় চলতি বছরের বর্ষা মৌসুম মাত্র শুরু হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ইতোমধ্যেই চরম ও অস্বাভাবিক আবহাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর ভারি বৃষ্টিপাত ও দুর্বল অবকাঠামোর কারণে সৃষ্ট বন্যায় পশ্চিম আফ্রিকার দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়।

    ২০২৪ সালে বন্যায় ১২০০ জনের বেশি প্রাণ হারান এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। এটি দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে বিবেচিত।

    জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, ওই সময় ৩৫টি রাজ্যের মধ্যে অন্তত ৩১টিতে ক্ষয়ক্ষতি হয় এবং ১৪ লাখ হেক্টরের বেশি কৃষিজমি নষ্ট হয়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…