এইমাত্র
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ জুন ২০২৫, ০৫:৩২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ জুন ২০২৫, ০৫:৩২ পিএম

    ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ জুন ২০২৫, ০৫:৩২ পিএম
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস যুক্তরাজ্য সফরে সম্মানজনক ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

    বুধবার (৪ জুন) বিকেলে ঢাকায় আয়োজিত এক ব্রিফিংয়ে ড. ইউনূসের আসন্ন সফর প্রসঙ্গে এসব তথ্য জানান তিনি।

    এসময় তিনি জানান, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ইউরোপ সফর। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বাণিজ্যিক অংশীদার হওয়ায় এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মিত্র দেশ হওয়ায় এ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

    ব্রিফিংয়ে জানানো হয়, সফরে অধ্যাপক ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে।

    বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি সফরের আলোচনার মূল অংশ হবে বলে জানান সচিব। তিনি বলেন, ব্রেক্সিট পরবর্তী সময়ে যুক্তরাজ্যের সঙ্গে নতুন বাণিজ্য সম্ভাবনার দ্বার খুলেছে। বিশেষ করে জিএসপি সুবিধা ও বাণিজ্যে বিশেষ ছাড় সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হবে। পাশাপাশি, শিক্ষা, প্রযুক্তি ও অন্যান্য খাতে সহযোগিতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হবে।

    উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ১০ জুন থেকে ১৩ জুন পর্যন্ত যুক্তরাজ্য সফর করবেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…