এইমাত্র
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • ‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, যারা আছেন আলোচনায়
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ জুন ২০২৫, ০৮:৩৩ এএম

    জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
    ছবি: সংগৃহীত

    জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ জুন) সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত শুরু হয়। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন।

    ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম। কারি হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান।

    জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম। তেলাওয়াত করেন ঐ মসজিদের মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান।

    ঈদের নামাজে অংশ নিতে সকাল থেকেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। সাড়ে ছয়টার পর থেকেই ঈদগাহের প্রবেশমুখে মুসল্লিদের লম্বা সারি লক্ষ্য করা যায়। সারিবদ্ধভাবে তারা ময়দানে প্রবেশ করেন এবং সবাই একসঙ্গে নামাজ আদায় করেন, ভুলে যান সামাজিক ও অর্থনৈতিক পার্থক্য।

    নামাজ শেষে খুতবা ও মোনাজাতে দেশের সমৃদ্ধি, শান্তি এবং মুসলিম বিশ্বের অব্যাহত উন্নতির জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময় করেন।

    এ বছর জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়। নারীদের জন্যও পৃথক নামাজের ব্যবস্থা ছিল। নিরাপত্তার বিষয়েও ছিল কড়া নজরদারি; আইনশৃঙ্খলা বাহিনী সতর্কভাবে দায়িত্ব পালন করেছে।

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, ঈদগাহ মাঠে মুসল্লিদের জন্য বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়। ভিআইপি ব্লকে একসঙ্গে ২৫০ জন নামাজ আদায়ের সুযোগ পান।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…