আজ পবিত্র ঈদুল আজহা—ত্যাগের মহোৎসব। কিন্তু চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক পরিবারে ঈদের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়ার শলারো বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন এক বাবা ও তার মেয়ে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের ঘরবাড়ি ও সবকিছু।
দগ্ধ ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা জানে আলম ও তার কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের সকালে হঠাৎ জানে আলমের ঘরে আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন নিজ উদ্যোগে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, তারা ব্যর্থ হন।
প্রত্যক্ষদর্শী মো. রফিক বলেন, 'আগুন লাগার সময় আমরা দৌড়ে গিয়ে পানি ঢেলে নেভানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই কুলাতে পারিনি। জানে আলম ও তার মেয়েকে দগ্ধ অবস্থায় বের করা হয়।'
খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে জানে আলম ও তার মেয়ে দগ্ধ হন এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একজন ফায়ারফাইটার জানান, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। স্থানীয়রা আমাদের জানান, আগুন নিভে গেছে, তাই আমরা ফিরে আসি। তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।'
এসআর