এইমাত্র
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • ‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, যারা আছেন আলোচনায়
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বেনাপোলে ঈদের নামাজ নিয়ে বিরোধ, বোমা হামলায় নিহত ১

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৮ জুন ২০২৫, ১২:৪০ এএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৮ জুন ২০২৫, ১২:৪০ এএম

    বেনাপোলে ঈদের নামাজ নিয়ে বিরোধ, বোমা হামলায় নিহত ১

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৮ জুন ২০২৫, ১২:৪০ এএম

    যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে বোমা হামলার ঘটনায় আব্দুল হাই (৫০) নামের এক ওয়ার্ড বিএনপি সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে মো. জিয়া (৩২)। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

    ঘটনাটি ঘটেছে শনিবার (৭ জুন) রাত সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া জামতলার মোড় নামক স্থানে। নিহত আব্দুল হাই (৫০) ওই গ্রামের হারান হরকারার ছেলে।

    স্থানীয়রা জানান, ডুপপাড়া ঈদ ময়দানে নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপির দুই সমর্থক আবু সাইদ ও আব্দুল হাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরের রাতে আব্দুল হাই ডুবপাড়া জামতলার মোড় অবস্থান করছিলেন। এ সময় ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল মোটরসাইকেল যোগে এসে আব্দুল হাইয়ের উপর বোমা ছুড়ে পালিয়ে যায়। এ সময় আব্দুল হাই ও মো. জিয়া বোমার আঘাতে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাইকেমৃত্যু ঘোষণা করেন। জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকেপুলিশি অভিযানের চলছেবলেন তিনি।

    স্থানীয়রা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। নিহতের পরিবারের সদস্যরা ঘটনার ন্যায়বিচার চেয়েছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…