এইমাত্র
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব
  • ভেনেজুয়েলায় রক্তপাত ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
  • চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী
  • গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
  • ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ইনকিলাম মঞ্চের বিবৃতি
  • বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা
  • ওসমান হাদির শারীরিক অবস্থার আপডেট জানালো ইনকিলাব মঞ্চ
  • জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি
  • দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৫, ১২:০২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৫, ১২:০২ পিএম

    কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৫, ১২:০২ পিএম
    কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাই ।। ছবি: সংগৃহীত

    কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাইকে দেশটির রাজধানী বোগাতার এক জনসভায় গুলি করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।

    স্থানীয় সময় শনিবার (৭ জুন) বিকেলে একটি পার্কে জনসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎই তার ওপর হামলাকারী গুলি চালায়।

    পুলিশ বলছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১৫ বছর বয়সী এক কিশোরকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিগুয়েল উরিবে জনসভায় বক্তব্য দেওয়ার সময় তার মাথায় পরপর দুটি গুলি ও একটি গুলি হাঁটুতে লাগে।

    জানা যায়, গুরুতর আহত অবস্থায় উরিবেকে হেলিকপ্টারে করে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

    উরিবের স্ত্রী মারিয়া ক্লদিয়া তারাজোনা এক আবেগঘন বার্তায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, ‘মিগুয়েল এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, তিনি যেন চিকিৎসকদের হাতকে সঠিক পথ দেখান।’

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মোবাইল ভিডিওতে দেখা যায়, বক্তৃতা চলাকালে আচমকা গুলির শব্দ, সঙ্গে সঙ্গেই মঞ্চে লুটিয়ে পড়েন উরিবে। জনতার ভেতর আতঙ্কের হুলুস্থুল শুরু হয়।

    ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে উরিবের দল ‘সেন্ট্রো ডেমোক্রাটিকো’। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এই কাপুরুষোচিত হামলা শুধুই একজন রাজনৈতিক নেতার ওপর নয়, এটি কলম্বিয়ার গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও সরাসরি আঘাত।’

    এদিকে এ হামলার নিন্দা জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্টও। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এই হামলা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি কলম্বিয়ার গণতন্ত্রের বিরুদ্ধে হিংস্র বার্তা।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…