এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৫, ০১:৪৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৫, ০১:৪৪ পিএম

    লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৫, ০১:৪৪ পিএম
    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং যুক্তরাজ্যের সাবেক এমপি টিউলিপ সিদ্দিকি

    যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। লন্ডন সফররত ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে টিউলিপ সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছেন। রোববার (৮ জুন) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।

    চিঠিতে টিউলিপ উল্লেখ করেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা নিয়ে গড়ে ওঠা ভুল বোঝাবুঝি দূর করতেই তিনি ড. ইউনূসের সঙ্গে আলোচনায় বসতে চান।

    প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার এবং তার মায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা পতিত আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে ঢাকায় ৭,২০০ বর্গফুটের একটি প্লট লাভ করেছেন। এই বিষয়ে দুদকের তদন্ত চলমান।

    তবে টিউলিপ এবং তার আইনি পরামর্শকরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার ভাষ্য, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এখন পর্যন্ত দুদকের পক্ষ থেকে টিউলিপের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও যোগাযোগ করা হয়নি।

    চিঠিতে টিউলিপ আরও লিখেছেন, ‘যদি আমাদের মধ্যে সাক্ষাত হয়, তাহলে শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়েও যে প্রশ্ন উঠেছে, তার ব্যাখ্যা দেওয়ার সুযোগ হবে। এতে ভুল বোঝাবুঝি দূর হতে পারে।’

    টিউলিপ নিজেকে একজন ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়ে আরও বলেন, ‘আমি এখানে জন্মগ্রহণ করেছি এবং গত দশ বছর ধরে হ্যাম্পস্টেড ও হাইগেট থেকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। যদিও বাংলাদেশ আমার শিকড়, তবে আমি সেখানে বসবাস করি না, জন্মাইনি এবং কোনও আর্থিক বা রাজনৈতিক স্বার্থও নেই।’

    তিনি অভিযোগ করেন, তার আইনজীবীরা দুদকের সঙ্গে লন্ডন থেকে যোগাযোগের চেষ্টা করলেও কোনও সাড়া পাননি। উল্টো সংস্থাটি ঢাকার একটি অজানা ঠিকানায় নথিপত্র পাঠাচ্ছে এবং গণমাধ্যমে ধারাবাহিকভাবে তদন্ত সম্পর্কিত তথ্য ফাঁস করা হচ্ছে, যা প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করছে।

    টিউলিপ বলেন, ‘আপনি নিশ্চয়ই বুঝবেন, এসব রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি করা অভিযোগ কীভাবে আমার সংসদীয় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে।’

    উল্লেখ্য, গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী মানদণ্ড বিষয়ক উপদেষ্টা তাকে দায়মুক্ত ঘোষণা করলেও বিতর্কের কারণে তিনি নিজেই পদত্যাগ করেন, যাতে কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন নতুন সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়।

    ড. মুহাম্মদ ইউনূস ৯ জুন লন্ডন সফর শুরু করবেন। তার সফরে রয়্যাল পরিবারের পক্ষ থেকে দেওয়া ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ এবং আন্তর্জাতিক থিংক ট্যাংক চ্যাথাম হাউজ-এর একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে। সফরকালে তার ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে।

    সূত্র: দ্য গার্ডিয়ান


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…