এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ঈদুল আযহায় বাঙলা কলেজ ছাত্রশিবিরের মানবিক আয়োজন

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৮ জুন ২০২৫, ০৫:৪১ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৮ জুন ২০২৫, ০৫:৪১ পিএম

    ঈদুল আযহায় বাঙলা কলেজ ছাত্রশিবিরের মানবিক আয়োজন

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৮ জুন ২০২৫, ০৫:৪১ পিএম

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের মতো সরকারি বাঙলা কলেজেও ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত হয়েছে কোরবানীর কর্মসূচি। এ কর্মসূচির আওতায় কলেজের ছাত্রাবাসে অবস্থানরত সাধারণ শিক্ষার্থী, কর্মচারী ও আশেপাশের অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।

    শনিবার (৭ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বাঙলা কলেজ শাখার নেতৃবৃন্দ কোরবানির মাংস বিতরণ করেন।

    ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে পারস্পরিক সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করাই তাদের এ উদ্যোগের মূল লক্ষ্য। কোরবানির চেতনা হলো আত্মত্যাগ ও মানবতার বিকাশ, আর এই চেতনা বাস্তবায়নের প্রয়াস হিসেবেই তারা প্রতি বছর এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে থাকেন।

    ছাত্রশিবিরের সরকারি বাঙলা কলেজ শাখার সেক্রেটারি সাইফুর রহমান সাকিব বলেন, ‘কোরবানি আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে, একজন প্রকৃত শিক্ষার্থী কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না- তাকে হতে হয় সমাজসচেতন, দায়িত্বশীল ও মানবিক। সেই দায়িত্ববোধ থেকেই আজকের এই কর্মসূচি। বর্তমান সমাজে অনেক শিক্ষার্থী রয়েছে, যারা নানা অভাব-অনটনের মাঝে দিন পার করে। ঈদের দিন যেন তারাও আনন্দ থেকে বঞ্চিত না হয়, তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

    কলেজ ক্যাম্পাসে বসবাসরত সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীরা শিবিরের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ‘ঈদের সময় সাধারণত অনেকেই নিজেদের পরিবারের বাইরে ভাবেন না। কিন্তু ছাত্রশিবির প্রতিবছর আমাদের কথা মনে রাখে। এটি একটি বড় দৃষ্টান্ত।’

    অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কোরবানিদাতাসহ পুরো জাতির জন্য কল্যাণ কামনা করা হয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…