এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    গ্রেটার গাজাগামী ত্রাণবাহী জাহাজ থামাতে চায় ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ জুন ২০২৫, ১২:১৯ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ জুন ২০২৫, ১২:১৯ এএম

    গ্রেটার গাজাগামী ত্রাণবাহী জাহাজ থামাতে চায় ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ জুন ২০২৫, ১২:১৯ এএম
    সংগৃহীত ছবি

    ইসরায়েলের সামরিক অবরোধ ভেঙে অবরুদ্ধ গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার তৎপরতায় পরিচালিত জাহাজ ‘ম্যাডলিন’। ইতালি থেকে ছেড়ে আসা জাহাজটি বর্তমানে মিসরের জলসীমায় রয়েছে। আশা করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটি গাজার উপকূলে পৌঁছাবে।

    জাহাজটিতে রয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের ১২ জন মানবাধিকারকর্মী। তাদের মধ্যে আছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে ও ব্রাজিলের থিয়াগো আভিলাসহ আরও অনেকে। তারা গাজার মানুষের দুর্দশার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর পাশাপাশি সেখানে জরুরি ত্রাণ পৌঁছে দিতে বদ্ধপরিকর।

    জাহাজটি বহন করছে গাজার জন্য জরুরি সহায়তা—যার মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম, চাল, ময়দা, শিশুদের দুধ, ডায়াপার, স্যানিটারি পণ্য, বিশুদ্ধ পানি তৈরির কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ।

    তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে জানান, এই জাহাজকে গাজার উপকূলে যেতে দেওয়া হবে না। তিনি এ অভিযাত্রাকে ‘ঘৃণার বহর’ আখ্যা দিয়ে দাবি করেন, এতে অংশ নেওয়া ব্যক্তিরা ‘হামাসের প্রচারক’। ইসরায়েল সেনাবাহিনী জাহাজটিকে থামাতে কী ব্যবস্থা নেবে, তা পরিষ্কার না হলেও তারা আগেই জানিয়েছে, কোনো জাহাজকেই গাজার অবরোধ ভাঙতে দেওয়া হবে না।

    গত ১ জুন ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করে ‘ম্যাডলিন’। এর নামকরণ করা হয়েছে গাজার প্রথম নারী মৎস্যজীবী ম্যাডলিন নামের এক সাহসী নারীর নামানুসারে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে।

    প্রসঙ্গত, ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এতে খাদ্য ও ওষুধের অভাবে কয়েকটি শিশু মৃত্যুবরণ করেছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, গাজার ৯০ শতাংশের বেশি মানুষ বর্তমানে চরম খাদ্যসংকটে রয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…