এইমাত্র
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব
  • ভেনেজুয়েলায় রক্তপাত ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
  • চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী
  • গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
  • ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ইনকিলাম মঞ্চের বিবৃতি
  • বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা
  • ওসমান হাদির শারীরিক অবস্থার আপডেট জানালো ইনকিলাব মঞ্চ
  • জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি
  • দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জাতির প্রত্যাশা পূরণ হয়নি, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছে: সেলিমা রহমান

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৯ জুন ২০২৫, ১০:৪৯ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৯ জুন ২০২৫, ১০:৪৯ পিএম

    জাতির প্রত্যাশা পূরণ হয়নি, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছে: সেলিমা রহমান

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৯ জুন ২০২৫, ১০:৪৯ পিএম

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, 'আমাদের বিএনপির তরফ থেকে জানিয়ে দিয়েছে একটা জাতির প্রত্যাশা পূরণ হয় না, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছেন। কারণ আমরা নির্বাচন চেয়েছি ডিসেম্বরে।'

    তার কারণ হচ্ছে আমাদের কতগুলো সময় আছে, যে সময়গুলোর মধ্যে নির্বাচন করলে তা সুন্দর হবে। তার কারণ হচ্ছে ফেব্রুয়ারী থেকে মার্চ পর্যন্ত যাবে রোজা, তার পরেই শুরু হবে পাবলিক পরীক্ষা। পাবলিক পরীক্ষার সময় নির্বাচন নিয়ে হট্টগোল করা এটা কোনটাই যৌক্তিক না। এজন্যই আমরা ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলাম। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার হয়তো চিন্তা করবেন এবং জনগণের যে দাবি প্রত্যাশা সেটা পূরণ করবেন।

    সোমবার (৯ জুন) বিকেলে বরিশালের মুলাদী পৌরসভার ৬নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুলাদী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।

    সেলিমা রহমান আরো বলেন, 'দেশের মূল জায়গাগুলোতে এখনো ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা পরিকল্পিতভাবে উঠে আসার চেষ্টা করছে' বলে মন্তব্য করেন তিনি। 'তাই বর্তমানে আমাদের দেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। আশা করি সামনের দিনগুলোতেও এরকমের ঐক্যবদ্ধ থাকলে এই দেশের মাটিতে তাদের আর জায়গা হবে না।'

    তিনি আরো বলেন, 'দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, তবে সেটা করতে হবে নির্বাচিত সরকারকে। সংস্কার হতে হবে মানুষের মনের ভেতর থেকে, মানুষের চিন্তা-চেতনা থেকে।'

    বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছত্তার খানের আয়োজনে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান।

    এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আইনজীবী ফোরামের ১ নং সহ-সম্পাদক ব্যারিস্টার এম মনিরুজ্জামান আসাদসহ মুলাদী-বাবুগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…