এইমাত্র
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • প্রবাসীদের বড় ধরনের সুসংবাদ দিলো সৌদি আরব
  • ভেনেজুয়েলায় রক্তপাত ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
  • চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী
  • গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
  • ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ইনকিলাম মঞ্চের বিবৃতি
  • বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা
  • ওসমান হাদির শারীরিক অবস্থার আপডেট জানালো ইনকিলাব মঞ্চ
  • জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি
  • দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে হামলার শিকার প্রেমিকা ও তার মা

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৬:১৪ এএম
    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৬:১৪ এএম

    শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে হামলার শিকার প্রেমিকা ও তার মা

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৬:১৪ এএম

    সিরাজগঞ্জের শাহজাদপুরে গার্মেন্টস কর্মী প্রেমিকের বাড়িতে গিয়ে তার পরিবারের হামলার শিকার হয়ে আহত হয়েছে প্রেমিকা শিখা খাতুন ও তার মা রাশিদা বেগম। পরে প্রেমিক নাহিদের স্বজনেরা তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

    সোমবার (৯ জুন) দুপুরে শাহজাদপুর পৌর শহরের পারকোলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    জানা যায়, পৌর শহরের পারকোলা গ্রামের হযরত আলীর ছেলে গার্মেন্টস কর্মী নাহিদের সাথে উপজেলার কাংলাকান্দি গ্রামের সাইদুল ইসলামের মেয়ে, পারকোলা পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী শিখার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল। এরই সূত্র ধরে রোববার দুপুরে বিয়ের দাবি নিয়ে প্রেমিক নাহিদের বাড়িতে অবস্থান করতে থাকে।

    পরে উভয় পক্ষের লোকজন রাতে বিষয়টি নিয়ে আপোষ মিমাংসার লক্ষ্য বৈঠকে বসে। দীর্ঘ রাত পর্যন্ত মিমাংসায় আসতে পারেনি তারা। সোমবার সকালে প্রেমিকা শিখা ও তার মা আবারো প্রেমিক নাহিদের বাড়িতে যায়। এসময় নাহিদের পরিবারের লোকজন প্রেমিকা শিখা ও তার মায়ের উপরে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে নাহিদের মা ও তাদের স্বজনেরা আহত প্রেমিকা ও তার মাকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    এই বিষয়ে প্রেমিক নাহিদের পরিবারের লোকজন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, 'বাড়ির লোকজন উত্তেজিত হয়ে ধাক্কাধাক্কি করলে শিখা ও তার মা আহত হয়। পরে নাহিদের মা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।'

    সরেজমিনে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় জরুরি বিভাগে শিখা ও মা রাশিদা বেগমের চিকিৎসা করছেন দায়িত্বরত চিকিৎসকরা।

    এসময় শিখা ও তার মা অভিযোগ করে বলেন, 'নাহিদের সাথে শিখার ১ বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাস দিয়ে নাহিদ শিখার সাথে একাধিকবার অনৈতিক কাজ করেছে। কিছুদিন যাবৎ বিয়ে করতে গড়িমসি করছে। শনিবার নাহিদ বিয়ের কথা বলে শিখাকে তাদের বাড়ি নিয়ে গেলে তার মা ও ভাই শিখাকে মারধর করে অন্যত্র সরিয়ে নেয়।'

    রোববার দুপুরে শিখা তার মায়ের সাথে নাহিদের বাড়ির সামনে এলে নাহিদের মা, বাবা, ভাইসহ বাড়ির লোকজন মারধর করে আহত ও অচেতন করে ফেলে। এই ঘটনায় তারা আইনের আশ্রয় নিবেন বলে জানান।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…