এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:০৭ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:০৭ এএম

    আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:০৭ এএম
    ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান ।। ছবি: সংগৃহীত

    মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান। সবশেষ আইপিএল শেষে জাতীয় দল থেকে সাময়িক বিরতিতে ছিলেন বিশ্রামের উদ্দেশ্যে। অবশেষে, সেই বিরতি শেষ না হতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলেন অবসরের কথা।

    নিজের ইনস্টাগ্রামে এক পোষ্টে অবসরের ঘোষণা দিয়ে পুরান লেখেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে—আনন্দ, লক্ষ্য, আর অসংখ্য স্মৃতি, যেগুলো কখনও ভুলবো না। সবচেয়ে বড় কথা, ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সুযোগ পেয়েছি।’

    তিনি আরও লিখেছেন, ‘মেরুন জার্সি গায়ে চাপানো, জাতীয় সংগীত চলাকালে মাঠে দাঁড়িয়ে থাকা, আর প্রতিটি ম্যাচে নিজেকে উজাড় করে দেওয়ার অভিজ্ঞতা—এসব অনুভূতিকে শব্দে প্রকাশ করা কঠিন। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করা ছিল আমার জীবনের গর্বের এক অধ্যায়।’

    ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি তার ভালোবাসা কমবে না উল্লেখ করে এ ব্যাটার বলেন, ‘যদিও আমার আন্তর্জাতিক অধ্যায় শেষ হলো, তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি ভালোবাসা কখনও কমবে না।’ এই উপলক্ষে তিনি ধন্যবাদ জানান তার সমর্থক, পরিবার, বন্ধু এবং সতীর্থদের।

    উল্লেখ্য, আন্তর্জাতিক ক্যারিয়ারে পুরান খেলেছেন ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ৬১টি একদিনের ম্যাচ। ক্যারিবিয়ানদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক—মোট সংগ্রহ ২,২৭৫ রান। ওয়ানডেতে রয়েছে তিনটি শতক।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…