ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে আসিফ নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) উপজেলার শেরপুর ইউনিয়নের কোণা-পাছরুখি গ্রামে এ ঘটনা ঘটে। আসিফ একই গ্রামের হাজীবাড়ির লিটন মিয়ার ছেলে।
শিশু আসিফের পারিবারিক সূত্রে জানা যায়, বাবার কাছে আসিফকে রেখে জরুরি কাজে নান্দাইল সদরে গিয়েছিলেন শিশুটির মা। পরে বাড়িতে এসে শিশুকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। খুঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
পরে শিশুটিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম মড়োল জানান, পরিবারের অজান্তেই পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
এনআই