এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    প্রশান্ত মহাসাগরে বিমান বিধ্বস্ত, পাইলট ও তার স্ত্রীসহ সব আরোহী নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ জুন ২০২৫, ০২:৩৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ জুন ২০২৫, ০২:৩৫ পিএম

    প্রশান্ত মহাসাগরে বিমান বিধ্বস্ত, পাইলট ও তার স্ত্রীসহ সব আরোহী নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ জুন ২০২৫, ০২:৩৫ পিএম

    যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর উপকূলে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট ল্যান্ডন বাল্ডউইন ও তার স্ত্রী টরি বাল্ডউইনসহ ছয় আরোহী নিহত হয়েছেন। তবে এই দম্পতি রেখে গেছেন তাদের দুটি ছোট সন্তান।

    ঘটনাটি ঘটেছে রোববার (৮ জুন), দুপুর সাড়ে ১২ টায়। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সেসনা ৪১৪ মডেলের বিমানটি সান ডিয়েগো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফিনিক্স, অ্যারিজোনার উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু অজানা কোনো কারণে সেটি সান ডিয়েগোর পয়েন্ট লোমার পশ্চিমে প্রায় তিন মাইল দূরে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়। এফএএ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় এবং তারা স্থানীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও তথ্য দেয়ার জন্য নির্দেশ দিয়েছে। খবর সিএনএন, পিপলসের।

    দুর্ঘটনার পর মার্কিন কোস্ট গার্ড ও অন্যান্য সংস্থা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষ যে জায়গায় মিলেছে, তার নিচে সমুদ্রের গভীরতা ছিল প্রায় ২০০ ফুট।

    পরে ল্যান্ডন বাল্ডউইন ও তার স্ত্রী টরির পরিচয় শনাক্ত করেন তাদের আত্মীয় ক্রিস্টেন বাল্ডউইন। ফক্স এবং এনবিসির স্থানীয় সহযোগী সংবাদমাধ্যমগুলোকে তিনি জানান, দম্পতির বয়স বিশের কোঠায় এবং তাদের দুটি ছোট সন্তান রয়েছে। ওই উড়োজাহাজে অ্যারিজোনার এক বাবা ও তার তিন প্রাপ্তবয়স্ক ছেলেও ছিলেন বলে জানা গেছে।

    'আমি ভীষণভাবে স্তব্ধ হয়ে গিয়েছিলাম,' বলেন ক্রিস্টেন। 'প্রথমে বিশ্বাসই করতে পারিনি, কারণ এই দম্পতি এতটাই অসাধারণ ছিলেন, তাদের সঙ্গে এমন কিছু ঘটবে ভাবতেও পারিনি।'

    তিনি আরও বলেন, ল্যান্ডন কখনোই এমন দুঃসাহসিক কাজ করতেন না কিংবা ইচ্ছাকৃতভাবে নিচু দিয়ে উড়তেন না। 'নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু সমস্যা হয়েছিল যার কারণে এমনটা ঘটেছে,' বলেন তিনি।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…